ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মঙ্গল অভিযানের ছোট তালিকায় ১০৫৮ জন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৮, জানুয়ারি ২, ২০১৪
মঙ্গল অভিযানের ছোট তালিকায় ১০৫৮ জন

ঢাকা: স্থায়ী মানব বসতি গড়ার মিশন নিয়ে ২০২৪ সালের মধ্যে চারজন নারী-পুরুষকে মঙ্গল গ্রহে পাঠানো হবে। নেদারল্যান্ডসভিত্তিক অলাভজনক সংস্থা মারস ওয়ান এ মিশন হাত নিয়েছে।



ইতিহাসে নাম লেখাতে অনেকে নাম জমা দিয়েছেন মারস ওয়ান কর্তৃপক্ষের কাছে। ধাপে ধাপে বাছাইয়ের মাধ্যমে মাত্র চার ভাগ্যবানকে বেছে নেওয়া হবে।

সম্প্রতি আবেদনকারীদের ছোট তালিকা প্রকাশ করেছে মারস ওয়ান। এ তালিকায় স্থান পেয়েছেন এক ‍হাজার ৫৮ জন। দুই লাখ আবেদনকারীর মধ্যে তাদের বেছে নেওয়া হয়েছে।
 
এ তালিকায় আধিপত্য রয়েছে মার্কিনিদের। ২৯৭ মার্কিনি রয়েছেন তালিকায়। দ্বিতীয় স্থানে রয়েছে কানাডীয়রা। কানাডার ৭৫ জন নাগরিক স্থান পেয়েছেন। তালিকায় ভারত ও রাশিয়ার যথাক্রমে ৬২ ও ৫২ জন রয়েছেন।

২০১০ সালে প্রতিষ্ঠিত মারস ওয়ান বিশ্বের ১০৭টি থেকে আবেদনপত্র আহ্বান করেছে।   ২০১২ সালের মে মাসে মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা প্রকাশ করে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।