ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মৃত্যুঝুঁকির কাদাদৌড় প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৪, জানুয়ারি ২, ২০১৪
মৃত্যুঝুঁকির কাদাদৌড় প্রতিযোগিতা

ঢাকা: পৃথিবীতে বিভিন্ন ধরনের অস্বাভাবিক প্রতিযোগিতা রয়েছে। যেমন, মরিচ খাওয়া প্রতিযোগিতা, পানির মধ্যে সঙ্গী নিয়ে দৌড় প্রতিযোগিতা, উঁচু স্থান থেকে ঝাঁপ দেওয়া প্রতিযোগিতা, মোবাইল ছোড়া প্রতিযোগিতা ইত্যাদি।



এরকম একটি অদ্ভুত প্রতিযোগিতা কাদা দৌড়। পৃথিবী বিখ্যাত কাদা দৌড় প্রতিযোগিতা হলো ‘ব্রিশ স্পেশাল ফোর্সে’র ডিজাইন করা সামরিক কায়দার কাদাদৌড়, যেখানে অংশগ্রহণকারীদের কাদার মধ্যে ১০-১২ মাইলব্যাপী বিভিন্ন ধরনের বাধা (হার্ডেলস) অতিক্রম করতে হয়।

স্কটল্যান্ডের এডিনবরার ড্যালকেইট ক‍াউন্টি এস্টেটে কাদার মধ্যে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের একটি বাধা অতিক্রমের চেষ্টা।
 
এ ধরনের কাদায় দৌড় প্রতিযোগিতা, দড়ি বেয়ে উঁচু স্থানে ওঠা কিংবা আগুনের উপর দিয়ে হেঁটে চলার মতো কিছু প্রতিযোগিতা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। কাদাদৌড়ের মধ্যেও রয়েছে আগুনের উপর দিয়ে লাফানোর একটি ধাপ।

‘দ্য বাল্টিমোর সান’ এর এক রিপোর্ট অনুযায়ী এ ধরনের ঝুঁকিপূর্ণ প্রতিযোগিতার প্রতিযোগীরা পরবর্তীতে পক্ষাঘাতগ্রস্ততা, হাইপোথামিয়া (শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় কমে যাওয়া) সহ নানাবিধ সমস্যায় ভোগেন।

২০১৩ সালে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়াতে এ ধরনের একটি কাদা দৌড় প্রতিযোগিতায় এক প্রতিযোগী মারা যান, যা এধরনের খেলায় চতুর্থ মৃত্যুর ঘটনা।

তাই এধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে চিন্তা করা উচিত!

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৪
সম্পাদনা: জাকারিয়া খান ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।