ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দিল্লিবাসীকে কেজরিওয়ালের নববর্ষের উপহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৯, জানুয়ারি ১, ২০১৪
দিল্লিবাসীকে কেজরিওয়ালের নববর্ষের উপহার

ঢাকা: ক্ষমতায় বসার দিন থেকেই দিল্লির শাসন ব্যবস্থায় পরিবর্তন এনেছেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি) সরকার।

কেজরিওয়াল এখন ভারতের রাজধানীবাসীর জন্য স্বস্তির অপর নাম।

বিদ্যুৎ শুল্ক ৫০ শতাংশ কমিয়েছে কেজরিওয়ালের সরকার। দিল্লিবাসীর জন্য নতুন বছরের উপহার বিদ্যুৎ শুল্ক কমানো বাস্তবায়ন হচ্ছে ১ জানুয়ারি থেকে।

তবে প্রতি মাসে ৪শ ওয়াট বিদ্যুৎ ব্যবহারকারীর‍া পাবেন এ সুযোগ। এর চেয়ে বেশি ব্যবহারকারীদের বর্ধিত টাকা দিতে হবে। এর আগে দিল্লিবাসীর জন্য বিনামূল্য পানি সরবরাহের প্রতিশ্রুতি দেন কেজরিওয়াল।

বিদ্যুতের বিল সংস্কার, মুনাফা খোর বিদ্যুৎ ও পানি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি কেজরিওয়ালের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল।

কেজরিওয়ালের ৬ ঘণ্টার অফিস, বদলি ৯ আমলা
দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।