ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

শিশুর দাম দেড় লাখ পাউন্ড হাঁকালেন মা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, ডিসেম্বর ৩০, ২০১৩
শিশুর দাম দেড় লাখ পাউন্ড হাঁকালেন মা!

ঢাকা: নিজের চার মাস বয়সী ছেলেকে দেড় লাখ ‍পাউন্ড দরে বিক্রি করতে অনলাইন বিজ্ঞাপন সংস্থা ‘গামট্রি’তে বিজ্ঞাপন দিয়েছেন এক মা!

ওই মা বা তার শিশুর পরিচয় প্রকাশ না করলেও যুক্তরাজ্যের সংবাদ সংস্থা ডেইলি মেইল জানিয়েছে, ২০ বছর বয়সী ওই মা স্বীকার করেছেন, তিনি তার শিশুকে বিক্রি করবেন বলে গামট্রিতে বিজ্ঞাপন দিয়েছেন।

তবে, সামাজিক সংগঠনগুলো এ জন্য তার কাছে জবাব চাইলে যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ারের ওই বাসিন্দা জানান, কেবল কৌতুক করার জন্য এমনটি তিনি করেছেন।



কৌতুক বলে দাবি করলেও কর্তৃপক্ষের হুঁশিয়ারির পর ওই মায়ের কাছ থেকে ৪ মাস বয়সী শিশু ও ওই নারীর ভাইকে সরিয়ে নিয়েছে সামাজিক অধিকার সংগঠনগুলো।

সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে, শিশু সন্তানকে বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া হলে গামট্রি’র কর্মকর্তাদের সহযোগিতায় শিশু দু’জনকে সরিয়ে সামাজিক অধিকার সংগঠনগুলো তাদের জিম্মায় নেয়।

ডেইলি মেইল জানিয়েছে, গত বৃহস্পতিবার এই বিজ্ঞাপন দিয়েছিলেন ওই মা।

তিনি জন্মগতভাবে মানসিক বিষাদে ভুগছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।