ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কিংবদন্তি রেসার শুমাখার কোমায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৫, ডিসেম্বর ৩০, ২০১৩
কিংবদন্তি রেসার শুমাখার কোমায়

ঢাকা: সাতবারের ফরমুলা ওয়ান চ্যাম্পিয়ন রেসার মাইকেল শুমাখার স্কি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোমায় চলে গেছেন। তিনি এখন ফরাসি একটি হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।

৪৪ বছর বয়সী জার্মান নাগরিক শুমাখার দুর্ঘটনায় মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়েছেন। কোমায় চলে যাওয়ার পর তার মস্তিষ্কের অস্ত্রোপচার হয়েছে।

স্থানীয় সময় রোববার সকালের দিকে ফ্রান্সের আল্পস পর্বতে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে স্কি খেলার সময় অকস্মাৎ দুর্ঘটনায় পতিত হন শুমাখার।

তার ম্যানেজার স্যাবিনো কেম সংবাদ মাধ্যমকে জানান, রোববার সকালে ফ্রান্সের স্কি রিসোর্ট মেরিবেলে স্কি খেলার সময় দুর্ঘটনায় পড়ে পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে শুমাখারের মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে।

গ্রেনোবল হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, দুপুরের দিকে মেরিবেল রিসোর্টে দুর্ঘটনার পর স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে শুমাখারকে ইউনিভার্সিটি হসপিটাল অব গ্রেনোবলে ভর্তি করা হয়। তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে রেসিংয়ে নামা শুমাখার ২০০৬ সালে প্রথম দফা অবসর নেওয়ার পর ২০১০ সালে ফের রেসিংয়ে নেমে ২০১২ সালে দ্বিতীয় দফায় অবসর নেন।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।