ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় মার্কেটে হামলায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৮, ডিসেম্বর ২৮, ২০১৩
সিরিয়ায় মার্কেটে হামলায় নিহত ২১ ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ায় জনাকীর্ণ একটি মার্কেটে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। শনিবার আলেপ্পোর উত্তরাঞ্চলের ওই হামলা হয়।



ইন্টারনেটে আপলোড করা একটি ভিডিওতে দেখা যায়, যে মার্কেটে হামলা হয়েছিল সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। গাড়ি থেকে মৃতদেহ নামাতে দেখা যায়।

গত দুই সপ্তাহ ধরে আলেপ্পোর আশেপাশে হামলা চালিয়ে সরকারি বাহিনী চার শতাধিক লোক হত্যা করেছে।
সরকারি বাহিনী বলছে, তারা ‘সন্ত্রাসী’ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তাদের দমনে সব ধরনের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে।

এদিকে, এ ধরনের হামলা হলে আগামী মাসে জেনেভায় অনুষ্ঠেয় শান্তি আলোচনায় যোগ দেবে না বলে জানিয়ে দিয়েছে প্রধান বিরোধী জোট ন্যাশনাল কোয়ালিশন।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।