ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

হামলায় সাবেক লেবানিজ অর্থমন্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, ডিসেম্বর ২৭, ২০১৩
হামলায় সাবেক লেবানিজ অর্থমন্ত্রী নিহত

ঢাকা: বোমা হামলায় সাবেক লেবানিজ অর্থমন্ত্রী মোহাম্মদ চাটাহ্ নিহত হয়েছেন। শুক্রবারের লেবাননের রাজধানী বৈরুতের দুর্বৃত্তদের বোমায় তিনি নিহত হন।

সুন্নি মতালম্বী চাটাহ্ সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরির উপদেষ্টাও ছিলেন।

পার্লামেন্ট এবং সরকারি অফিসের সামনে ওই গাড়িবোমা হামলায় আরও চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

সিরিয়ায় চলমান গৃহযুদ্ধের প্রেক্ষিতে সাম্প্রতিককালে লেবাননের সুন্নি-সিয়াদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

ধারাবাহিক কয়েকটি গাড়ি বোমা হামলায় আশেপাশের কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। ঘটনাস্থলে বেশ কয়েকটি গাড়ি জ্বলতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।