ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

থাইল্যান্ডে বাস গিরিখাতে, নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৪, ডিসেম্বর ২৭, ২০১৩
থাইল্যান্ডে বাস গিরিখাতে, নিহত ২৯

ঢাকা: থাইল্যান্ডে বাস গিরিখাতে পড়ে ২৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির সবচেয়ে উঁচু সেতু খুয়ান ফু মুয়াং (একশ ৬৫ ফুট) থেকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।



বাসটিতে ৩০-৪০ জনের মতো যাত্রী ছিলেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। থাইল্যান্ডে এই ধরনের সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। জুলাইয়ে ব্যাংককে বাস ও লরির সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) জানায়, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের তুলনায় থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় মৃতের হার বেশি। দুর্বল নিরাপত্তাব্যবস্থা ও রাস্তায় প্রচুর গাড়ির চাপ থাকার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা সুকিত সামানা বার্তা সংস্থা এএফপি জানান, বাসের চালক ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনা ঘটে। তবে বাসে কোন বিদেশি পর্যটক ছিল না।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।