ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

রাশিয়ায় কার্গো বিমান বিধ্বস্তে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৪, ডিসেম্বর ২৬, ২০১৩
রাশিয়ায় কার্গো বিমান বিধ্বস্তে নিহত ৯

ঢাকা: রাশিয়ার সার্বেরিয়ায় পণ্যবাহী (কার্গো) একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত নয়জন নিহত হয়েছেন।

এর মধ্য ছয়জন বিমান ক্রু এবং তিন সাধারণ বেসামরিক লোক রয়েছেন।

খবর বিবিসির।

বৃহস্পতিবার সাইবেরিয়ার ইরকুটস্ক এলাকায় দ্য অ্যান্টানভ অ্যান-১২ কার্গো বিমানটি একটি সামরিক ছাউনির ওপর বিধ্বস্ত হয়। এতে ছাউনিতে আগুন ধরে যায়। তবে সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, কর্তৃপক্ষ তার কোনো ব্যাখ্যা দেয়নি। তবে রাশিয়ায় বিমান নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় এ রকম ঘটনা ঘটতে পারে বলে সংবাদমাধ্যম খবর দিয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৩
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।