ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সৌদি আরবে ত্রিপুরার বাসিন্দার রহস্যজনক মৃত্যু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৮, ডিসেম্বর ১১, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): সৌদি আরবে কাজ করতে গিয়ে মারা গেলেন রাজ্যের এক যুবক। মৃত যুবকের নাম জয়ন্ত দাস।

রাজ্যের গোমতী জেলার উদয়পুরে তার পরিবার অধীর আগ্রহে অপেক্ষা করছে মৃতদেহ ফিরিয়ে আনার জন্য।

জয়ন্ত দাসের বয়স ৩৬। এক বছর আগে সে সৌদি আরব যায়। সৌদি আরবের রাজধানী রিয়াদে কাজ করত সে। প্রতি দিন নিয়ম করে কথা বলত বাড়ির মানুষের সাথে। প্রতি মাসে টাকাও পাঠাতো নিজ বাড়িতে। পরিবারে সেই ছিল একমাত্র উপার্জনশীল।

মঙ্গলবার সকালেও সে ফোন করে কথা বলে তার মা, মেয়ে এবং স্ত্রীর সাথে। তারপর সবই ছিল স্বাভাবিক। কিন্তু সন্ধ্যায় রিয়াদ থেকে একটি ফোন আসে তাদের উদয়পুরের বাড়িতে। ফোন করে জয়ন্তের এক বন্ধু। ফোন ধরে তার স্ত্রী। ঐ বন্ধু জয়ন্তের স্ত্রীকে জানায় ঐ দিন দুপুরেই মারা গেছে তার স্বামী। রিয়াদে আর্মি ক্যান্টমেন্টে সে পাইপ লাইনের কাজ করতে গিয়েছিলো। কিন্তু পাইপ লাইনে বিষাক্ত গ্যাস ভরে যাওয়াতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। জয়ন্তের সাথে মারা গেছে আরও তিনজন।

ঘটনা শোনার পরই কান্নায় ভেঙ্গে পরে গোটা পরিবার। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাতেই ছুটে যান এলাকার জনপ্রতিনিধিরা। যান প্রশাসনের লোকজনও। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোমতী জেলার জেলা শাসক জানিয়েছেন তারা রিয়াদের দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলছেন, মৃতদেহ ফিরিয়ে আনার জন্য। পরিবারের লোকজন চাইছেন যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা হোক বাড়ির ছেলের দেহ।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।