ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ওবামা-কাস্ত্রোর বিরল করমর্দন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩২, ডিসেম্বর ১১, ২০১৩
ওবামা-কাস্ত্রোর বিরল করমর্দন

ঢাকা: বিরল করমর্দন প্রত্যক্ষ করল বিশ্ববাসী। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হাত মেলালেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে।

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে বিশ্ব শান্তি আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার স্মরণানুষ্ঠানে বক্তব্য রাখার আগে ওবামা হাত মেলালেন কাস্ত্রোর সঙ্গে। অবশ্য হোয়াইট হাউজ কর্তৃপক্ষ এ ঘটনাকে সম্পূর্ণ অপরিকল্পিত বলেই মন্তব্য করেছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, এই দুই নেতার করমর্দন শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়, এর বেশি কিছু নয়।

এদিকে, কিউবা সরকার জানিয়েছে, এটা মার্কিন আগ্রাসন শেষ হওয়ার একটা ইশারাও হতে পারে।

করমর্দনের পর হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, কিউবায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে এখনও ওবামা প্রশাসনের উদ্বেগ রয়েছে।

কিউবার তখনকার নেতা ফিদেল কাস্ত্রোর স্নায়ুযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে জোট বাঁধার পর ১৯৬১ সালে যুক্তরাষ্ট্র কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভেঙ্গে দেয়।

১৯৫৯ সালে কিউবা বিপ্লবের পর ২০০০ সালে জাতিসংঘে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে হাত মিলিয়েছিলেন ফিদেল কাস্ত্রো। এরপর ওবামা দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট যিনি কিউবার কোনো নেতার সঙ্গে হাত মেলালেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।