ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে গাড়ি বোমা হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৭, ডিসেম্বর ৯, ২০১৩
ইরাকে গাড়ি বোমা হামলায় নিহত ৮

ঢাকা: ইরাকে গাড়িবোমা হামলায় কমপক্ষে ৮ জন নিহত ও ২২ জন হয়েছেন। সোমবার বাকুবার বুহরিজ শহরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

ইরাকজুড়ে ধারাবাহিক বোমা হামলায় ৩৯ জন নিহতের ঘটনার একদিন পরেই এ হামলার ঘটনা ঘটল।

সম্প্রতি ইরাকের অসংখ্য ক্যাফেতে আক্রমণ চালায় স্বশস্ত্র গোষ্ঠীগুলো। কঠোর নিরাপত্তা ব্যবহস্থা সত্ত্বেও বাজার ও মসজিদের মতো জনসমাগম স্থলে হামলা চালাচ্ছে বিভিন্ন উগ্রপন্থি গোষ্ঠী।

এ বছর ইরাকে সহিংসতার এমন পর্যায়ে পৌঁছেছে যা ২০০৮ সালের পর দেখেননি ইরাকিরা। ওই বছরে দেশটিতে ঘটেছে ব্যাপক সাম্প্রদায়িক হত্যাকাণ্ড। ২০০৮ সালের শুধু নভেম্বর মাসেই প্রায় ৯৫০ জন নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।