ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মুরসিপন্থি ১৫৫ জন মুক্তি পেলেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, ডিসেম্বর ৮, ২০১৩
মুরসিপন্থি ১৫৫ জন মুক্তি পেলেন

ঢাকা: মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির গ্রেফতার হওয়া ১৫৫ জন সমর্থককে মুক্তি দিয়েছেন দেশটির একটি আদালত। গত অক্টোবরে রাজধানী কায়রোয় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় তাদের গ্রেফতার করা হয়।

মিশরের রাষ্ট্রীয় পত্রিকা আল-আহরাম রোববার এ তথ্য জানিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, মুরসিপন্থি আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত।

৬ অক্টোবরের ওই সংঘর্ষে কমপক্ষে ৫০ জন নিহত হয় বলে জানায় আল-আহরাম।

এর আগে আলেক্সজান্দ্রিয়ার ওই আপিল আদালত মুরসিপন্থি ২১ নারীকে খালাস দেন। এদের মধ্যে ১১ বছর দেওয়া কারাদণ্ড পাওয়া ১৪ জন নারী ছিলেন।

মুরসির মুক্তির দাবিতে বিক্ষোভ করার সময় তাদের গ্রেফতার করা হয়েছিল।

জুলাই মাসে মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর পুলিশি অভিযানে এক হাজারের বেশি লোক নিহত ও হাজার হাজার জনকে গ্রেফতার করা হয়।

মুরসিসহ তার দল মুসলিম ব্রাদারহুডের অনেক নেতা এখন বন্দী রয়েছেন। তাদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।