ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সোমালিয়ায় বোমা হামলায় এমপি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, ডিসেম্বর ৭, ২০১৩
সোমালিয়ায় বোমা হামলায় এমপি নিহত

ঢাকা: সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে গাড়িবোমা হামলায় দেশটির এক সংসদ সদস্য (এমপি) নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক শীর্ষ পুলিশ কর্মকর্তা।

গাড়িতে বোমা বিস্ফোরণে ওয়ারসেম ফয়সাল নামে ওই এমপি শুক্রবার নিহত হন।

তার গাড়িতে আগে থকেই বোমাটি রেখে গিয়েছিল দুর্বৃত্তরা।

প্রেসিডেন্সিয়াল ভবনে দায়িত্বরত জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আব্দিকাদির হোসেন জানান, ওই এমপি নামাজ আদায়ে প্রেসিডেন্সিয়াল ভবনের মসজিদে গিয়েছি্লেন। যখন তিনি ফিরে এসে গাড়িতে ওঠেন, তখনই গাড়িটি বিস্ফোরিত হয়।

অন্যান্য পুলিশ কর্মকর্তারাও ফয়সালের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।