ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

রেকর্ড দামে ডিলানের গিটার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, ডিসেম্বর ৭, ২০১৩
রেকর্ড দামে ডিলানের গিটার

ঢাকা: রেকর্ড দামে বিক্রি হল কিংবদন্তী মার্কিন সঙ্গীতশিল্পী বব ডিলানের গিটার। নিউইয়র্কে অনুষ্ঠিত এক নিলামে ডিলানের ফেন্ডার স্ট্র্যাটোকাস্টার মডেলের বৈদ্যুতিক গিটারটি নয় লাখ ৬৫ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়।

১৯৬৪ সালে তৈরি বৈদ্যুতিক গিটারটি বাজিয়ে পরের বছর নিউপোর্ট ফোক ফেস্টিভ্যালে তিনটি গান গেয়েছিলেন ডিলান। তখন তিনি ২৪ বছরের তরুণ।

ডিলান গিটারটি বিমানে রেখে আসার পর নিউজার্সির এক পরিবার ৪৮ বছর গিটারটি নিজেদের কাছে রেখেছিল।
নিউইয়র্কের শীর্ষ নিলামঘর ক্রিস্টিজ নিলাম কর্তৃপক্ষ গিটারটির সম্ভাব্য দাম ধরেছিল তিন থেকে পাঁচ লাখ ডলার।

২০০৪ সালে ব্রিটিশ সঙ্গীতশিল্পী এরিচ ক্ল্যাপটনের ফেন্ডার মডেলের একটি গিটার বিক্রি হয় নয় লাখ ৫৯ হাজার ৫০০ মার্কিন ডলারে। এতদিন পর্যন্ত সেটাই ছিল নিলামে সর্বোচ্চ দামে গিটার বিক্রির রেকর্ড।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।