ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

তৃণমূল কংগ্রেসের সংহতি দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, ডিসেম্বর ৬, ২০১৩

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় তৃণমূল কংগ্রেসের সংহতি দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



শুক্রবার দুপুর ১টার দিকে ধর্মতলার গান্ধীমূর্তির পাদদেশে এ সংহতি দিবস অনুষ্ঠিত হয়।

এছাড়া বিকেল ৪টার দিকে শহীদ মিনারের পাদদেশে কলকাতা জেলা বামফ্রন্টের আয়োজনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচায্য, সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ করাটসহ বামফ্রন্টের শীর্ষ নেতারা।

এছাড়াও শুক্রবার রাজ্য বিধানসভার ৭৫ বছর পূর্তি উপলক্ষে কলকাতায় এসেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, এসব কারণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অনান্য দিনের তুলনায় ৫ হাজার পুলিশ রাস্তায় নামানো হয়েছে।

বাংলাদেশ সময়:  ১৬৪৯  ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৩ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।