ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মানিক সরকারকে তৃণমূল নেতার হুমকি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৪, ডিসেম্বর ৪, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা থেকে সিপিএমকে উৎখাতের ডাক দিল তৃণমূল কংগ্রেস। বুধবার আগরতলায় অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন।

কিন্তু সব কিছুকে ছাপিয়ে যায় পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের বক্তব্য।

তিনি এদিন পরিষ্কার ভাষায় মুখ্যমন্ত্রী মানিক সরকারকে হুমকি দিলেন। হুমকি দিলেন কলকাতায় গেলে দেখে নেবার। তার এই বক্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে।

এদিন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে বিধায়ক সব্যসাচী দত্ত বলেন, ‘ত্রিপুরায় তৃণমূল কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গে এমন ঘটনা ঘটছে না। ফের যদি ত্রিপুরায় এমন ঘটনা ঘটে তবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী কলকাতায় গেলে দেখা নেয়া হবে’।

তৃণমূল নেতার এই বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে ঝড় উঠতে চলেছে। সিপিএম নেতারা এর তীব্র ভাষায় বিরোধিতা করেছেন। তারা জানিয়েছেন রাস্তায় নেমে এই অশোভন বক্তব্যের প্রতিবাদ জানানো হবে।

এদিকে এদিন তৃণমূলের রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সর্ব ভারতীয় নেতা তথা সাংসদ মুকুল রায়।

সম্মেলন উপলক্ষে আগরতলা টাউন হলে আয়োজিত হয়েছিল সমাবেশ। সেখানে মুকুল রায় ত্রিপুরা থেকে সিপিএমকে উৎখাতের ডাক দেন।

ত্রিপুরার তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। আপনারা যদি ঐক্যবদ্ধ না হন তবে রাজ্যের মানুষ আপনাদের ক্ষমা করবে না। কারণ বিরোধীদের অনৈক্যের সুযোগ নিয়ে ত্রিপুরায় দীর্ঘ ২১ বছর ধরে ক্ষমতা ধরে রেখেছে সিপিএম।

এদিন মুকুল রায় সিপিএমের পাশাপাশি তীব্র ভাষায় আক্রমণ করেন কংগ্রেস এবং বর্তমান কেন্দ্রীয় সরকারকে। বলেন চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত একটি সরকার চলছে দেশে।

তিনি বলেন, আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রের সরকার গড়ার ক্ষেত্রে সবচেয়ে প্রভাবশালী শক্তি হতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ কংগ্রেস বা বিজেপি কেউই একক গরিষ্ঠতা পাবে না।

কিন্তু লোকসভা নির্বাচনে তৃণমূল কাদের সাথে জোট গড়ছে সে ব্যাপারে মুখ খোলেননি তৃণমূল নেতারা।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে ভালো লোক সমাগম হয়েছিল এদিন। গত কয়েক মাসে কংগ্রেস ছেড়ে প্রচুর মানুষ যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেস এখন ছুটছে ‘নাম্বার টু’ হবার জন্য।    

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।