ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বিহারে মাওবাদীদের হামলায় ৭ পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৩, ডিসেম্বর ৪, ২০১৩
বিহারে মাওবাদীদের হামলায় ৭ পুলিশ সদস্য নিহত

ঢাকা: উত্তর ভারতের বিহার প্রদেশের আওরঙ্গবাদ জেলায় মাওবাদী হামলায় সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মঙ্গলবার পুলিশ সদস্যরা একটি গাড়িতে করে নবীনগর থেকে তান্দোয়া যাচ্ছিলেন।

পথে একটি পুঁতে রাখা ভূমিমাইন বিস্ফোরিত হয়ে এ নিহতের ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজন পরিদর্শক, সহায়ক বিশেষ বাহিনীর পাঁচজন জওয়ান, বিহার মিলিটারি পুলিশের এক জওয়ান ও ওই গাড়িচালক রয়েছেন।

আওরঙ্গবাদ বিহারের রাজধানী পাটনা থেকে ২০০ কলোমিটার দূরে অবস্থিত। ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এ অঞ্চলে প্রায়ই মাওবাদীরা হামলা চালায়।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।