ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

অবিশ্বাসের দেওয়াল টপকাতে চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৮, নভেম্বর ৭, ২০১৩
অবিশ্বাসের দেওয়াল টপকাতে চায় ইরান

ঢাকা: ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বশক্তিধর ছয় দেশের সঙ্গে আলোচনা নিয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফ।

পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, আলোচনা ‘অত্যন্ত শ্রমসাধ্য’ হবে কিন্তু পশ্চিমাদের নীতির মাধ্যমে সৃষ্ট ‘অবিশ্বাসের দেওয়াল’ অতিক্রম করাই এর উদ্দেশ্যে।



বৃহস্পতিবার তেহরানের একটি টেলিভিশনে জারিফ জানান, ইরানের দীর্ঘ দিনের অবস্থান পুনরুল্লেখ করে বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নীতি হচ্ছে, পরমাণু অস্ত্র বানানো থেকে বিরত থাকা।

পশ্চিমাদের সন্দেহ, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছেন। তবে তেহরান বলছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে।

বৃহস্পতিবার দিনের শেষ দিকে জেনেভায় বিশ্ব শক্তিধর দেশগুলোর সঙ্গে ইরান আলোচনায় বসতে যাচ্ছে।

আলোচনার আগে তিনি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক দূত ক্যাথেরিন অ্যাস্টনের নাশতা চক্রে যোগ দেন। তার মুখপাত্র, দুজনের বৈঠককে ইতিবাচক হিসেবে অভিতিহ করেছেন। জারিফের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, চুক্তি পৌঁছানের প্রান্তে ইরান আর বিশ্বচুক্তি।

গত মাসে পাঁচ+১ নামে পরিচিত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন ও রাশিয়া এবং জার্মানির সঙ্গে ইরানের বৈঠক হয়। ওই বৈঠকের পর আন্তর্জাতিক সমঝোতাকারীরা বলেন, তারা ইরানের প্রস্তাব বিবেচনা করছেন।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৩
এসএফআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।