ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মনমোহনের শ্রীলঙ্কা সফরের বিরোধিতায় তামিল সাংসদরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৬, নভেম্বর ৫, ২০১৩
মনমোহনের শ্রীলঙ্কা সফরের বিরোধিতায় তামিল সাংসদরা

কলকাতা: শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ‘কমনওয়েলথ হেডস অফ গভর্মেন্ট মিটিং’ বয়কটের দাবি উঠলো ভারতীয় মন্ত্রিসভার অন্দরমহল থেকেই।

তামুলনাড়ু থেকে নির্বাচিত সাংসদ ও পরিবেশ মন্ত্রী জয়ন্থী নারায়ণ, জাহাজ পরিবহন মন্ত্রী জি কে ভাসান এবং প্রতিমন্ত্রী ভি নারায়ণস্বামী বৈঠক উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শ্রীলঙ্কা সফরের বিষয়টিতে সরাসরি দ্বিমত পোষণ করেন।



নারায়ণস্বামী জানিয়েছেন তামিলনাড়ু থেকে নির্বাচিত কংগ্রেসের বেশিরভাগ লোকসভা সদস্যই প্রধানমন্ত্রীর এই সফরের বিরোধী।

জয়ন্থী নারায়ণ জানিয়েছেন, তিনি চিঠি লিখে প্রধানমন্ত্রীকে তার প্রতিবাদের কথা জানাবেন।

প্রসঙ্গত নভেম্বরের শেষে শ্রীলঙ্কায় বসতে চলেছে ‘কমনওয়েলথ হেডস অফ গভর্মেন্ট মিটিং’।

এদিকে বিদেশমন্ত্রক সূত্র জানিয়েছে মনমোহন সিং নিজেই এই সফরে আগ্রহী। এছাড়া তামিলনাড়ু থেকে নির্বাচিত সাংসদ ও মন্ত্রী নাটচিপান্নান শ্রীলঙ্কাতে বসবাসকারী তামিলদের সুরক্ষা এবং উন্নয়ন স্বার্থে মনমোহন সিংয়ের এই সফর জরুরি বলে মত প্রকাশ করেছেন।

তবে কলম্বোর আগে শ্রীলঙ্কার তামিল অধ্যুষিত জাফনা এবং অন্যান্য এলাকাগুলোতেই প্রধানমন্ত্রীর যাওয়া উচিৎ বলে মত প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, এটাই সম্ভবত উত্তর শ্রীলঙ্কা অঞ্চলের নির্বাচিত সরকার এবং জনগণের স্বাভাবিক দাবি।

অপরদিকে তামিলনাড়ুর চেন্নাইয়ের নিকটবর্তী তিরপুর এবং উধাগাম্নডালাম অঞ্চলে প্রধানমন্ত্রীর এই সফরের বিরুদ্ধে বিক্ষোভ এবং ভাঙচুর হয়েছে। এ সব ঘটনায় মোট ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৩  
ভাস্কর/আরআই/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।