ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মালিতে অপহৃত ২ ফরাসি সাংবাদিককে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩০, নভেম্বর ৩, ২০১৩
মালিতে অপহৃত ২ ফরাসি সাংবাদিককে হত্যা

ঢাকা: মালির উত্তরের শহর কিদালে অপহৃত দু’জন ফরাসি সাংবাদিককে হত্যা করেছে বন্দুকধারীরা।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় গিসলাইন ডুপন্ট এবং ক্লড ভারলন নামের ফ্রান্স ইন্টারন্যাশনাল রেডিওর ওই দুই সাংবাদিককে হত্যা করে তারা।



ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সকো হল্যান্ডে এই হত্যাকাণ্ডকে ‘ঘৃণ্য’ হিসেবে অবিহিত করেছেন।

এর আগে শনিবার বিকেলে স্থানীয় এক বিদ্রোহী নেতার সাক্ষাৎকার নেওয়ার পরপরই বন্দুকধারীরা তাদের অপহরণ করে।

বিবিসি, আল জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াগুলো জানায়, বন্দুকধারীরা অপহরণের পর শহর থেকে ১২ কিলোমিটার দূরে নিয়ে তাদের হত্যা করে। পরে সেখান থেকে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

বাংলাদেশ  সময়: ০৪১৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৩
এমজেড/এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।