ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কলকাতায় দীপাবলিতে পুলিশের কড়া নজরদারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, নভেম্বর ২, ২০১৩

কলকাতা: দীপাবলিতে কলাকাতায় পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

শনিবার শুরু হয়েছে আলোর উৎসব দীপাবলি।

এ উপলক্ষে সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশ যথেষ্ট কড়া দৃষ্টি রেখেছে।

আদালত নির্দেশিত ৯০ ডেসিবল-এর বেশি শব্দ হয় এ রকম বাজি ব্যবহার করলে তাকে গ্রেফতার করা হতে পারে। এই অভিযোগে গ্রেফতার হলে ৫ বছর পর্যন্ত জেল এবং ১ লক্ষ রুপি পর্যন্ত জরিমানাও হতে পারে।

শনি ও রোববার বিকেল পাঁচটা থেকে ভোর ৪টা পর্যন্ত খোলা থাকছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমে ফোন করে শব্দ দূষণের অভিযোগ জানানো যাবে।   পুলিশের পক্ষ থেকে বিশেষ টহলের ব্যবস্থা জারি করা হয়েছে। আকাশ পথেও নজরদারি করা হবে বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫  ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৩  
এমবি/বিএসডি/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।