ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১১, নভেম্বর ২, ২০১৩
চীনে আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১১

ঢাকা: চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংজি প্রদেশে একটি আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে শনিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৭ জন।



শুক্রবার বিকেলের এ অগ্নিকাণ্ডের ঘটনার কোনো কারণ জানা যায়নি।

ঘটনার পর স্থানীয় পুলিশ কারখানার ম্যানেজার ও আইন বিষয়ক কর্মকর্তাকে আটক করেছে।

সাম্প্রতিক সময়ে চীনে আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর আগে ফেব্রুয়ারিতে আতশবাজি বহনকারী একটি লরি দুর্ঘটনায় ১১ জন নিহত হন।

এছাড়া গত বছর দু’টি পৃথক আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত ও ১৩ জন আহত হন।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৩
জেডএস/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।