ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইসরায়েলি বিমান হামলায় তিন হামাস সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, নভেম্বর ১, ২০১৩
ইসরায়েলি বিমান হামলায় তিন হামাস সদস্য নিহত

ঢাকা: ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় ফিলিস্তিনের ইসলামি রাজনৈতিক দল হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের তিন সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার দক্ষিণ গাজার একটি গ্রামে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী।



সংবাদ সংস্থা মানের খবর অনুযায়ী, হামলার পর বিচ্ছিন্ন অবস্থায় নিহতদের দেহ খুঁজে পাওয়া যায়।

এ ঘটনার আগে বৃহস্পতিবার দক্ষিণ গাজা ভূখণ্ডের খান ইউনিস শরণার্থী শিবিরে  ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে এক ব্যক্তি নিহত ও আরেক ব্যক্তি আহত হন।
 
হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহত ওই ব্যক্তির বয়স ২২ বছর।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ওই দুই জনই হামাসের সামরিক বাহিনীর সদস্য ছিল।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা যখন ইসরায়েলের গাজা ভূখণ্ডে একটি টানেল পরিষ্কার করছিল তখন একটি বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণকে তারা হামাসের জঙ্গি হামলা বলেই অভিযোগ করে।

তারা একটি বিবৃতিতে জানায়, হামাসের ওই জঙ্গি হামলায় তাদের পাঁচ সেনাসদস্য আহত হয়েছেন। এর জবাবে তারা এক জঙ্গিকে উন্মুক্ত গুলিবর্ষণ করে। পরে ইসরায়েলি যুদ্ধবিমান নাশকতার আশঙ্কায় দক্ষিণ গাজা ভূখণ্ডে আরেকটি টানেলের কাছে গুলিবর্ষণ করে।

তারা জানায়, ওই হামলায় কোনো ফিলিস্তিনি হতাহতের ঘটনা ঘটেনি।
 
হামাসের সম্প্রচার মাধ্যম জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজায় তিনটি মর্টার শেল ছোড়ে।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা খালি জায়গায় একটি মর্টার শেল নিক্ষেপ করে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৩
কেএইচকিউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।