ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানের সেনাবাহিনীর শর্ত ভঙ্গ করে গুলিবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৮, ডিসেম্বর ২৯, ২০১০
পাকিস্তানের সেনাবাহিনীর শর্ত ভঙ্গ করে গুলিবর্ষণ

শ্রীনগর/জম্মু: ভারত-পাকিস্তানের বিরোধপূর্ণ সীমান্ত এলাকা জম্মু ও কাশ্মিরের ভারতীয় অংশের রামগড় অঞ্চলে যুদ্ধ বিরতির শর্ত ভঙ্গ করে বুধবার সকালে পাকিস্তানের সেনাবাহিনী গুলি চালিয়েছে। এর জবাবে ভারতের পক্ষ থেকেও গুলি চালানো হয়।



এ নিয়ে দুই পক্ষের মধ্যে ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় গুলি বিনিময়ের ঘটনা ঘটলো।

প্রতিবেশী দুই দেশের ওই সীমান্ত এলাকায় এ ঘটনার পর অস্থিরতা বিরাজ করছে।

ভারতের সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) র একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, সাম্বা জেলায়  স্থানীয় সময় ভোর ৪ টা ৩০ মিনিট থেকে সকাল ৫ টা ১৫ মিনিট (৪৫ মিনিট) দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে।  

ভারতের সেনাবাহিনীর দাবি, পাকিস্তানই প্রথম উষ্কানিমূলকভাবে গুলি চালায়।

এর আগে , মঙ্গলবারও দুই দেশের সীমান্ত অঞ্চলে গুলি বিনিময় হয়। সে বারও পাকিস্তানের দিক থেকে শর্ত ভঙ্গ করে প্রথমে গুলি ছোঁড়া হয় বলেও ভারত দাবি করছে।

উল্লেখ্য, ১৯৪৭ সালের দেশভাগের পর থেকে দীর্ঘ ৫০ বছর ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত অঞ্চল কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব সংঘাত চলছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।