ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

৫৫তম জন্মদিনে কারাগারে কাটল লিউ জিয়াওবোর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, ডিসেম্বর ২৮, ২০১০

বেইজিং: শান্তিতে নোবেলজয়ী চীনের ভিন্নমতাবলম্বী ও কারাবন্দী লিউ জিয়াওবো মঙ্গলবার তার ৫৫তম জন্মদিন পালন করছেন।

দেশটির উত্তরাঞ্চলে একটি কারাগারে তার সম্মানে জন্মদিন পালন করে।

সমর্থকরা তার জন্মদিনে লিউকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

রাজনৈতিক সংস্কার আন্দোলন পরিচালনার এবং  গণতন্ত্রের ইশতেহার প্রকাশ করার জন্য গত বছর নোবেল জয়ী লিউকে আটক করে ১১ বছরের কারাদ- দেয় চীন সরকার।

লিউকে অক্টোবরের শান্তিতে নোবেল জয়ী ঘোষণা করা হয় এবং ১০ ডিসেম্বর অসলোতে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। লিউয়ের সম্মানে নরওয়ের রাজধানী অসলোতে একটি অনুষ্ঠান করা হয়।

এদিকে, লিউয়ের স্ত্রী লিউ জিয়াকেও গৃহবন্দী করে রাখা হয়েছে। তার আইনজীবী শাং বাওজাং বলেন, তিনিও লিউ জিয়ার কাছে পর্যন্ত পৌঁছাতে পারেননি।

চীন এবং হংকং ভিত্তিক বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্ষ থেকে লিউ জিয়াবোওয়ের জন্মদিনে শুভকামনা জানানো  হয়েছে। লিউকে মুক্ত করে দিতে চীনের প্রতি সংস্থাগুলো আহবান জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।