ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে মার্কিন চালকবিহীন বিমান হামলায় ৭ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০২, ডিসেম্বর ২৮, ২০১০

পেশোয়ার: পাকিস্তানের আফগান সীমান্তবর্তী আদিবাসী অধ্যুষিত এলাকায় দুটি জঙ্গি আস্তানাকে লক্ষ্য করে চালানো মার্কিন চালকবিহীন বিমান হামলায় মঙ্গলবার সাতজন জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।



উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী অধ্যুষিত মিরানশাহ থেকে ২০ কিলোমিটার পূর্বে গুলাম খান গ্রামে এ হামলা চালানো হয়। এই এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় হামলার ঘটনা।

একজন স্থানীয় নিরাপত্তা কর্মী জানিয়েছেন, দুটি জঙ্গি আস্তানাকে লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সরকারের আরেকটি সূত্র হতাহতের ঘটনা নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ২৮ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।