ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সংঘর্ষ চলছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১১, ডিসেম্বর ২৭, ২০১০
নাইজেরিয়ায় সংঘর্ষ চলছে

জস: নাইজেরিয়ার জস শহরে সাম্প্রদায়িক সংঘর্ষে সোমবার কমপক্ষে একজন নিহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

জাতিগত দাঙ্গায় খ্রিস্টান জনগোষ্ঠীর ধর্মীয় উৎসব বড়দিনে বিভিন্ন গির্জায় সিরিজ বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত হওয়ার দুই দিন পর আবারও সংঘর্ষের ঘটনা ঘটছে।



জস শহরের সংঘর্ষ নিয়ন্ত্রণের জন্য সোমবার রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে। দেশের বিভিন্ন এলাকা থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে।
 
আগামী এপ্রিলে দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংঘর্ষকে কেন্দ্র করে নির্বাচনের আগে আতংক ছড়িয়ে পড়ছে।

রাজ্যের স্থানীয় পুলিশ কমিশনার আবদুল রহমান আকানো বার্তা সংস্থা এএফপি’কে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, সহিংস সংঘর্ষে একটি ,দুটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং একজন নিহত হয়েছেন।

এদিকে, মুসলিম এবং খ্রিস্টান সম্প্রদায়ের সংঘর্ষে নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চলে চলতি বছর শত শত লোক নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।