ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বড়দিনে শ্রীলঙ্কায় ১০০ তামিল বিদ্রোহী মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩০, ডিসেম্বর ২৬, ২০১০
বড়দিনে শ্রীলঙ্কায় ১০০ তামিল বিদ্রোহী মুক্ত

কলম্বো: শ্রীলঙ্কার সরকার বড়দিন উপলক্ষ্যে ১০০ জন তামিল বিদ্রোহীকে মুক্ত করে দিয়েছে। গত বছর সরকারের সঙ্গে সংঘটিত যুদ্ধে হেরে যাওয়ার পর এটাই সবচেযে বড় তামিল বন্দী মুক্তির ঘটনা।



মুক্তি পাওয়া বিদ্রোহীদের মধ্যে ৯৮ জন পুরুষ ও দুই নারী রয়েছেন। এরা দেশটির উত্তরাঞ্চলীয় শহর ভুভুনিয়ায় বন্দী ছিল।

সরকার জানিয়েছে, ওই স্থানে এখনো পাঁচ হাজার বিদ্রোহী আটক রয়েছে। তবে সেখানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও গণমাধ্যম প্রবেশ করতে পারে না।

২০০৯ সালের শুরুর দিকে সরকারের আক্রমণে বিদ্রোহী এলটিটিই বাহিনী পরাজিত হয়। সেসময় আড়াই লাখ তামিলকেও আটক করে সরকার।

বন্দীদের অনেকেই মানসম্মত স্যানিটারি ব্যবস্থার না থাকার অভিযোগ করেছেন। দীর্ঘদিন তামিলদের আটকে রাখার কারণে বিশ্বব্যাপী শ্রীলঙ্কার সমালোচনার ঝড় ওঠে।

শনিবার মুক্ত শাকিলা সাথাসিবাম বলেন, বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করার সময় তিনি আহত হলে আটক করা হয়। এরপর তাকে পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয় এবং সেখান থেকে উপকার পেয়েছেন বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।