ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইকুয়েডরে বাস দুর্ঘটনা: নিহত ৪১, আহত ৩১

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৩, ডিসেম্বর ২৫, ২০১০
ইকুয়েডরে বাস দুর্ঘটনা: নিহত ৪১, আহত ৩১

কুইটো: ইকুয়েডরে শুক্রবার এক বাস দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন। এছাড়া সাত শিশু ও ১৩ জন নারীসহ কমপক্ষে ৩১ জন আহত হয়েছেন।



ক্রিসমাস উপলক্ষ্যে বাড়ি যাওয়ার সময় যাত্রীরা মর্মান্তিক এ দুর্ঘটনার শিকার হন।    

এল কারমেনের পুলিশ প্রধান দিয়েগো ইনিগুয়েজ জানিয়েছেন, ফাভিরো আলফারো এবং এল কারমেন শহর দুটির মধ্যবর্তী এলাকায় বাসটি মোড় ঘোরানোর সময় মানাবি প্রদেশের একটি গিরিখাতে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া এল তেলেগার্ফো জানান, গাড়িচালক বাসের উপর নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পার্শ্ববর্তী গিরিখাতের ৬৫০ ফুট নিচে পড়ে যায়।

আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০০৩ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।