ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

হাইতির ভোট পুনগণনা বস্তুনিষ্ঠ করার আহবান বিল কিনটনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৫, ডিসেম্বর ১৫, ২০১০

সান্তো দোমিংগো: হাইতির বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট পূর্ণগণনা বস্তুনিষ্ঠ করার আহবান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল কিনটন। বুধবার তিনি বলেন দেশটির জন্য সঠিক ফলাফল অত্যন্ত জরুরি।



হাইতির পুনগঠনের জন্য আয়োজিত বোর্ড মিটিং এ  সহসভাপতিত্ব  করার পর সাংবাদিকদের কিনটন বলেন, নির্বাচন কমিশনের উচিত ভোট গণনার ক্ষেত্রে বস্তুনিষ্ঠ থাকা এবং পর্যবেক্ষকদের সব বিষয় জানানো।

হাইতির জনগণকে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার আহবান জানান কিনটন। তিনি স্বীকার করেন, নির্বাচনের সময় আন্তর্জাতিক প্রতিনিধিদের উপস্থিতি ও ভোট গণনায় তাদের পর্যবেক্ষন প্রয়োজন ছিল।

প্রেসিডেন্ট রেনে পাভেলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে গত ২৮ নভেম্বর নির্বাচনে তিনি ভোট জালিয়াতির আশ্রয় নিয়েছেন।

১১ মাস আগে হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের পুনগঠনের জন্য কিনটন জাতিসংঘের বিশেষ দূত হিসেবে কাজ করছেন। ভূমিকম্পের ফলে আড়াই লাখ মানুষ নিহত হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৫৮ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।