ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভিন্নমতাবলম্বীকে ভিসা দিল না কিউবা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৩, ডিসেম্বর ১৫, ২০১০
ভিন্নমতাবলম্বীকে ভিসা দিল না কিউবা

হাভানা: ভিন্নমতাবলম্বী এক ব্যক্তির ভিসা নাকচ করে দিয়েছে কিউবার সরকার। খবর বিবিসির।

চিন্তার স্বাধীনতার জন্য দেওয়া ইউরোপীয় ইউনিয়নের শাখারভ পুরস্কার নিতে তার ফ্রান্সে যাওয়ার কথা ছিল।

ওই ভিন্নমতাবলম্বীর নাম গুইলেরমো ফারিসান। তিনি কিউবায় দীর্ঘদিন ধরে অনশন ধর্মঘট করেন। তার দাবি, কিউবার রাজবন্দীদের মুক্তি দিতে হবে।

ফ্রান্সে তাকে যেতে না দেওয়ায় তিনি কিউবার সরকারকে উদ্ধত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এর মাধ্যমে কিউবা যে ব্যক্তি স্বাধীনতা অমান্য করে তারই প্রমাণ হলো।

৪৮ বছর বয়সী রাজনৈতিক কর্মী গুইলেরমো আশা করেছিলেন তিনি শাখারভ পুরস্কার নিতে বুধবার ফ্রান্সে যেতে পারবেন।

চিন্তার স্বাধীনতার জন্য দেওয়া এ পুরস্কারটি ইউরোপের সবচেয়ে বড় মানবাধিকার পুরস্কার, যার অর্থমূল্য ৭০ হাজার মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।