ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৩, ডিসেম্বর ১৫, ২০১০
জম্মু-কাশ্মীরে কারফিউ জারি

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের বেশ কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে। মুসলমানদের মুহাররমের মিছিল প্রতিরোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

খবর আইএএনএসের।

উর্ধ্বতন একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘শ্রীনগরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ক্রালখুড়, শহিদগঞ্জ, মাইসুমা, কোঠিবাগ ও রাম মুন্সিবাগ এলাকায় কারফিউ জারি করা হয়েছে। ’

শহরের কেন্দ্রস্থল লাল চক থেকে আধা কিলোমিটার দূরে শহিদগঞ্জ এলাকায় কারফিউ চলবে। মূলত মুহাররমের মিছিল ঠেকাতে পুলিশ এ পদক্ষেপ নিয়েছে। অনুমতি পেলে শত শত শিয়া মুসলিম মিছিলে অংশ নেবে।

১৯৯০ সাল থেকে শ্রীনগরে মুহাররমের মিছিল নিষিদ্ধ। একসঙ্গে চার থেকে পাঁচজন লোক জড়ো হওয়া বেআইনী ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।