ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মন্দ আবহাওয়ায় মিশরে ২৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, ডিসেম্বর ১৩, ২০১০

কায়রো: ভারী বৃষ্টিপাত ও ধূলাঝড়ের কারণে মিশরে সোমবার পর্যন্ত কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সরকারি কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

উত্তরাঞ্চলীয় বন্দর নগরী আলেকজান্দ্রিয়ায় সোমবার ছয়তলা একটি পোশাক কারখানা থেকে তিনজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরও অন্তত ১২ জন শ্রমিক নিখোঁজ রয়েছে। টান্টায় একটি বাড়ি ধসে এক শিশু নিহত এবং ৯ জন আহত হয়।

ভারী বৃষ্টিপাত এবং ধূলা ঝড়ে কিছু দেখা না যাওয়াতে বিভিন্ন স্থানে সড়ক দূর্ঘটনায় ২০ জন মারা যায়।

প্রবল বাতাস, ভারী বৃষ্টি এবং এর ফলে দৃষ্টিস্বল্পতার কারণে মিশরের প্রধান সমুদ্র বন্দর আলেকজান্দ্রিয়া এবং লোহিত সাগরের জলপথ একদিন বন্ধ থাকার পর সোমবার চালু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ১৩ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।