ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

রাজকীয় ছবিতে ভালবাসাপূর্ণ উইলিয়াম-কেট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, ডিসেম্বর ১২, ২০১০
রাজকীয় ছবিতে ভালবাসাপূর্ণ উইলিয়াম-কেট

লন্ডন: প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের একটি আনুষ্ঠানিক ছবি প্রকাশ করেছেন কর্মকর্তারা। তাদের বাগদানের সময়কার এ ছবিতে নির্ভার, উৎফুল্ল এবং ভালবাসাপূর্ণ দেখা যাচ্ছে তাদের দু’জনকে।

   

প্রকাশিত দুটি ছবির একটিতে তাদের সাধারণ পোশাকে হাসিমুখে আলিঙ্গনরত অবস্থায় দেখা যায়। অন্য ছবিটিতে তারা তুলনামূলক অনেক আনুষ্ঠানিক, এখানে তাদেরকে সেন্টা জেমস প্রাসাদের ব্যক্তিগত কক্ষে দাঁড়ানো অবস্থায় দেখা যায়।  
রাণীর কার্যালয় থেকে রোববার এ ছবিগুলো প্রকাশ করা হয়।

রাজকীয় পরিবারের জনপ্রিয় ফ্যাশন ফটোগ্রাফার ম্যারিও টেস্টিনো ছবি দু’টি তোলেন। ২৫ নভেম্বর ছবি তোলার সময় এ জুটিকে সর্বোচ্চ সুখী ও পরিপূর্ণ অবস্থায় দেখা যায় বলে টেস্টিনো জানান।

তিনি বলেন, ‘তাদের একসঙ্গে দেখার পর আমি খুবই আনন্দিত বোধ করেছি। ’

এর আগে তিনি উইলিয়ামের মা প্রয়াত প্রিন্সেস ডায়ানারও উল্লেখ্যযোগ্য কিছু ছবি তোলেন। মৃত্যুর মাত্র কিছুদিন আগেই টেস্টিনোর তোলা ডায়ানার গ্ল্যামারাস সাদা-কালো কিছু ছবি ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে প্রকাশিত হয়।

উইলিয়াম ও মিডলটন গত মাসে আগামী ২৯ এপ্রিল লন্ডনের ওয়েস্ট মিনিস্টার অ্যাবিতে বিয়ের ঘোষণা দেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।