ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের পরমাণু আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, ডিসেম্বর ৬, ২০১০
ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের পরমাণু আলোচনা শুরু

জেনেভা: ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে আয়োজিত আলোচনায় অংশ নিতে দেশটির প্রধান আলোচক ও আন্তর্জাতিক প্রতিনিধি দলের প্রধান ক্যাথরিন অ্যাশটন সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। বার্তাসংস্থা এএফরিপর একজন ফটোগ্রাফার এটা প্রত্যক্ষ করেছেন।



ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনৈতিক ক্যাথরিন অ্যাশটন পশ্চিমাঞ্চলীয় সুইস শহর জেনেভায় এসেছেন। তিনি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন। ১৪ মাস স্থগিত এ আলোচনা বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে।

পশ্বিমা বিশ্বের অভিযোগ, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। এই লক্ষ্যেই দেশটি ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ইরান এ অভিযোগ বরাবরই নাকচ করে জানিয়ে আসছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য পরমাণু কর্মসূচি চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।