ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে গৃহবধুর নাক কেটে দিল শ্বশুর বাড়ির লোকজন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৬, নভেম্বর ৩০, ২০১০
পাকিস্তানে গৃহবধুর নাক কেটে দিল শ্বশুর বাড়ির লোকজন

ইসলামাবাদ: পাকিস্তানে ব্যাভিচারের অভিযোগে এক নারীর নাক কেটে দিয়েছে তার শ্বশুর বাড়ির লোকজন। খবর আইএএনএস’র।



শ্বশুর বাড়ির লোকজন আসিয়া বিবি নামের সেই নারীর মাথাও ন্যাড়া করে দিয়েছে। এরপর তাকে তিন দিনের বেশি আটক করে রাখা হয়। এক প্রতিবেশীর সঙ্গে পরকিয়া সম্পর্কে জড়িত এমন সন্দেহে তার ওপর এই নির্যাতন চালানো হয়।

পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলায় এই নির্যাতনের ঘটনা ঘটে। আসিয়ার স্বামী মুলতানে কাজ করেন। মাঝে মাঝে তিনি বাড়িতে আসেন।

তার এক প্রতিবেশি নিদা বলেন, আসিয়ার স্বামীর ভাই আনোয়ার এবং তার স্ত্রী কুলসুম ও তাদের ছেলেরা আসিয়ার ওপর নির্যাতন চালাতো। স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

আসিয়া পুলিশের কাছে বলেন, ‘আমাকে আঘাত করে ঘরে বন্দী রেখেছিলো। এ অবস্থায় প্রচুর রক্ত ঝরে। ’ তাকে খেতে দেওয়াও হয়নি বলে তিনি অভিযোগ করেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।