ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়া সফর স্থগিত করলেন চীনের পররাষ্ট্র মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, নভেম্বর ২৫, ২০১০
দক্ষিণ কোরিয়া সফর স্থগিত করলেন চীনের পররাষ্ট্র মন্ত্রী

সিউল: চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং জেইচি দক্ষিণ কোরিয়ায় নির্ধারিত সফর স্থগিত করেছেন। দক্ষিণ কোরিয়া সরকারি ভাবে বৃহস্পতিবার একথা জানিয়েছে।

শুক্রবার দ্বিপাক্ষিক আলোচনা করতে সিউল সফরে আসার কথা ছিল ইয়াং এর।

ইয়াং এর সফরে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে ছয় জাতি বৈঠকের বিষয়ে আলোচনা করার কথা ছিল ।

সিডিউল সমস্যায় সফর বাতিল করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

দুই দেশ পরবর্তীতে আলোচনার মাধ্যমে আবারো ইয়াং এর সিউল সফরসূচি তৈরি করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে উত্তর কোরিয়ার গোলার আঘাতে দক্ষিণ কোরিয়ার চারজন নিহত হওয়ার পর মঙ্গলবার থেকে দুই কোরিয়ার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।