ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

তালেবান নেতার সঙ্গে বৈঠক, কারজাইয়ের নাকচ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, নভেম্বর ২৩, ২০১০

কাবুল: উচ্চ পর্যায়ে এক তালেবান আলোচকের সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রের প্রকাশিত খবরের ভিত্তিতে মঙ্গলবার তিনি এ অস্বীকৃতি জানান।



মোল্লা আক্তার মোহাম্মদ মনসুর বলে দাবি করা ব্যক্তিটি প্রকৃত অর্থে একজন ছদ্মবেশী বলে মার্কিন সংবাদপত্রটি দাবি করে। ব্যক্তিটি পাকিস্তানের কোয়েটা শহরের এক মামুলি দোকানদার বলে আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়।  

ন্যাটো ও আফগান কর্মকর্তারা টাইমসকে জানান যে, এ পর্যন্ত তারা তিনবার ভুয়া তালেবান নেতার সঙ্গে সাাৎ করেন।

বর্তমানের ব্যক্তিটি ন্যাটোর বিমানে কাবুল আসেন এবং কারজাইয়ের সঙ্গে সাাতের উদ্দেশ্যে প্রেসিডেন্টের বাসভবনে যান বলেও কর্মকর্তারা জানান।

কিন্তু প্রেসিডেন্ট সাাৎ করতে অস্বীকৃতি জানান।

কাবুলের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কারজাই বলেন, ‘মোল্লা আক্তার মোহাম্মদ মনসুর নামের কারও সঙ্গে আমাদের সাাৎ হয়নি। এ নামের কেউ আফগানিস্তানে আসেনি। ’

একইসঙ্গে সাংবাদিকদের বিদেশী গণমাধ্যমের কোনো প্রচারণা গ্রহণ না করার অনুরোধও করেন তিনি।

তিনি বলেন, ‘তালেবান নেতাদের সঙ্গে বৈঠক বিষয়ে বিদেশি গণমাধ্যমের সংবাদ গ্রহণ করবেননা। এর অধিকাংশই প্রচারণা এবং মিথ্যা। ’

কারজাই অব্যাহতভাবে তালেবানদের সহিংসতা পরিত্যাগ করা এবং আফগানিস্তানের নয় বছরের লড়াইয়ের শান্তিপূর্ণ অবসানের আহ্বান জানিয়ে আসছেন। এ কারণে তালেবানদের সঙ্গে তার ব্যাপক পরো যোগাযোগ আছে বলে ধারণা করা হয়।

তবে সরকারের সঙ্গে তালেবানদের এ ধরনের কোনো শান্তি আলোচনার কথা গত সপ্তাহে তালেবান নেতা মোল্লা ওমরও অস্বীকার করেন ।  

বাংলাদেশ স্থানীয় সময়: ১৯০৪ ঘন্টা, নভেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।