ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে বাড়ি ছাদ ধসে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, নভেম্বর ২৩, ২০১০

ইসলামাবাদ: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে মঙ্গরবার ছাদ ধনে ১০ নারী এবং এক শিশুসহ ১৪ জন নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছেন। প্রাদেশিক অন লাইন সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।



খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনার জেলার জোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এক নিহতের পরিবারকে সমবেদনা জানাতে তারা একত্রিত হলে বাড়ির ছাদ ভেঙ্গে এই হতাহতের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ছাদে ৫০ জন সমবেত হয়েছিলেন বলে জানা গেছে। আহতদের বুনার এবং দাগের হাসপাতালে ভর্তি করার হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, আশঙ্কাজনক ১৩ জনকে পেশোয়ারে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বুনারের পুলিশ কর্মকর্তা ফালাক নাজ হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। উদ্ধার কাজের অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।