ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সেনাদের গণকবরের অভিযোগের তদন্ত করছে শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৯, নভেম্বর ২৩, ২০১০
সেনাদের গণকবরের অভিযোগের তদন্ত করছে শ্রীলঙ্কা

কলম্বো: তামিল টাইগারদের সঙ্গে গত বছর যুদ্ধের শেষ মাসে ২৬ জন সেনাকে অপহরন করে হত্যা এবং গণকবর দেওয়ার অভিযোগ মঙ্গলবার তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কা। একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।



সামরিক বাহিনীর মুখপাত্র উদায়া মাদাওয়ালা জানান, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের সোমবার উত্তরপূবাঞ্চলীয় জেলা মুলাইতিভুতে পাঠানো হয়েছে।

উদায়া বলেন, লড়াইয়ের শেষ সময়ে, নিরাপত্তা বাহিনীর সদস্য ২৬ জন বন্দীকে গুলি করে হত্যা করা হয়। একটি গণকবরে তাদের দেহ জ্বালিয়ে দেওয়া হয়েছিল বলেও জানান উদায়া।

এদিকে যুদ্ধাপরাধের জন্য একে অন্যকে দায়ী করেছে দেশটি। উভয় পক্ষই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

তামিল মাতৃভূমির দাবিতে দীর্ঘ ৩৭ বছরের লড়াই গত বছর মে মাসে শেষ হয়।

যুক্তরাষ্ট্র এবং মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদন অনুযায়ী শ্রীলঙ্কায় লড়াই-এর শেষ মাসে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।