ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কানকুনের হোটেলে বিস্ফোরণ॥ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, নভেম্বর ১৫, ২০১০
কানকুনের হোটেলে বিস্ফোরণ॥ নিহত ৭

কানকুন: মেক্সিকোর কানকুন শহরে একটি হোটেলে রোববার গ্যাস বিস্ফোরণে কানাডার ৫ পর্যটক ও ২ কর্মচারি নিহত ও আরও ১৭ জন আহত হয়েছেন। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

তবে এটি কোনো হামলার ঘটনা নয় বলে তারা জানান।

কানকুনের ৯০ কিলোমিটার অদূরে দেল কারমেন অঞ্চলের ওই হোটেলটিতে হামলার ঘটনা ঘটে। মেক্সিকোর ক্যারিবীয় উপকূলের মধ্যে ওই এলাকাটি পড়ে।

হোটেলের রান্নাঘর থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে রাজ্যের অ্যাটর্নি জেনারেল ফ্রান্সিসকো অ্যালোর কুয়েসাদা জানান। আহতদের মধ্যে ৭ জন কানাডার পর্যটক রয়েছেন। এদের দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণের পর হোটেলটির চারপাশে পুলিশ এবং সেনাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিকসহ বিশ্বের প্রায় ২০ লাখ পর্যটক প্রতিবছর এ অঞ্চলে ভ্রমণে আসে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।