ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৯, মে ১৮, ২০২৫
ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ ড্রোন হামলা

ইউক্রেন জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভসহ একাধিক অঞ্চল লক্ষ্য করে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় কিয়েভে এক নারী নিহত হয়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রোববার স্থানীয় সময় সকাল ৮টা  পর্যন্ত কিয়েভের কেন্দ্রীয় অঞ্চল, দিনিপ্রোপেট্রভস্ক এবং দোনেৎস্ক অঞ্চলে  ২৭৩টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত এক ফোনালাপের আগের দিনেই এই ব্যাপক হামলা চালানো হল।  

যুদ্ধ শুরুর পর রাশিয়া ও ইউক্রেন গত শুক্রবার (১৬ মে) তুরস্কে এই তিন বছরের মধ্যে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসেছিল । তবে ওই আলোচনা তেমন কোনো অগ্রগতি না এনে শুধু একটি নতুন বন্দি বিনিময় চুক্তিতেই সীমাবদ্ধ ছিল।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ রোববার জানান, তিনি এবং ব্রিটেন, ফ্রান্স ও পোল্যান্ডের নেতারা ট্রাম্পের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে বসবেন, যা সোমবার সকালে ট্রাম্প-পুতিন কথোপকথনের আগে অনুষ্ঠিত হবে।

রোববার ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়া শাহেদ ড্রোনসহ রেকর্ড সংখ্যক ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে ৮৮টি ভূপাতিত করা হয়েছে এবং আরও ১২৮টি লক্ষ্যচ্যুত হয়েছে।

কিয়েভের উপকণ্ঠে হামলায় একজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা হয়েছিল ২৩ ফেব্রুয়ারি, পূর্ণমাত্রার আগ্রাসনের তিন বছর পূর্তিতে, সেবার ২৬৭টি ড্রোন ব্যবহার করা হয়েছিল।

ইউক্রেনীয় কর্মকর্তারা বলেন, শনিবার রাতের এই হামলা প্রমাণ করে যে রাশিয়া যুদ্ধ থামাতে চায় না বরং আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বানকে উপেক্ষা করছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টা আন্দ্রিই ইয়ারমাক বলেন, রাশিয়ার কাছে ইস্তানবুলের আলোচনাগুলো নিছক নাটক। পুতিন যুদ্ধই চায়।

রোববার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভ্যাটিকানে ছিলেন, যেখানে তিনি পোপের অভিষেক অনুষ্ঠানের পর পোপ লিওর সঙ্গে একান্ত বৈঠক করেন নতুন । তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও রোমে সংক্ষিপ্ত বৈঠক করেন।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।