ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রতিরক্ষা অভিযানের খবর সরাসরি প্রচারে নিষেধাজ্ঞা ভারতের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
প্রতিরক্ষা অভিযানের খবর সরাসরি প্রচারে নিষেধাজ্ঞা ভারতের

পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণমাধ্যমের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রতিরক্ষা অভিযান এবং নিরাপত্তা বাহিনীর রেজিমেন্টাল তৎপরতার সরাসরি সম্প্রচার এড়িয়ে চলতে হবে।

একইসঙ্গে সংবাদ সংস্থা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে তথ্য প্রকাশ এবং প্রচলিত সব নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, চলমান কোনো অভিযানের রিয়েল-টাইম সম্প্রচার বা সরাসরি ভিজ্যুয়াল প্রদর্শন করা যাবে না। কারণ এর ফলে যাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে, তারা তাৎক্ষণিকভাবে তথ্য পেয়ে যেতে পারে, যা নিরাপত্তা বাহিনীর কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে।

এছাড়া, সূত্রের উদ্ধৃতি দিয়ে চলমান প্রতিরক্ষা অভিযান সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পহেলগাঁও হামলার পর ভারতের জাতীয় নিরাপত্তা রক্ষায় এই পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।