ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে রোমে অনুষ্ঠিত দ্বিতীয় দফার আলোচনায় ‘খুব ভালো অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। একইসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৈঠকটিকে ‘সফল’ বলে অভিহিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আজ রোমে চার ঘণ্টার বৈঠকে আমাদের সরাসরি এবং পরোক্ষ আলোচনায় খুব ভালো অগ্রগতি হয়েছে।
ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে আরাগচি বলেন, আগের বৈঠকের মতো আজকের বৈঠকটিও ভালো হয়েছে। আলোচনায় আমরা আরও এগিয়ে গেছি। এইবার নীতিমালা ও লক্ষ্যগুলোর ওপর একটি ভালো সমঝোতায় পৌঁছাতে পেরেছি।
সূত্র জানায়, শনিবার রোমে ওমানি দূতাবাসে আলাদা কক্ষে বসে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল আলোচনা করেন। দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদানের দায়িত্বে ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি।
আরাগচি জানান, আগামী বুধবার ওমানে কারিগরি দিক নিয়ে আলোচনা শুরু হবে। এরপর ২৬ এপ্রিল আবার বৈঠক হবে। কারিগরি আলোচনায় আলোচনার কাঠামো নির্ধারণের জন্য আরও বিস্তারিত বিষয় তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, পরবর্তী (২৬ এপ্রিল) শনিবার আমরা আবার বৈঠকে বসে কারিগরি দলের কাজের ফলাফল পর্যালোচনা করবো এবং দেখবো আমরা কতটা চুক্তির কাছাকাছি পৌঁছেছি।
গত সপ্তাহে প্রথমবারের মতো ওমানে মুখোমুখি হওয়া দুই পক্ষ রোমের বৈঠকে নিজেদের মধ্যে আলোচ্য বিষয়গুলো আরও বিস্তারিতভাবে উপস্থাপন করার প্রত্যাশা করেছিল। ইরানি কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের ভেতরে ইরান নীতি নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে তারা মার্কিন অবস্থান সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়ার চেষ্টা করছেন।
বাংলাদেশ সম: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এমএম