ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শুল্ক হুমকির মুখে সুদহার কমাচ্ছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
শুল্ক হুমকির মুখে সুদহার কমাচ্ছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক 

বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের উত্তাপে যখন অর্থনীতি কাঁপছে, তখন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সুদের হার এক চতুর্থাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকেই এই বাণিজ্য উত্তেজনার সূত্রপাত।

ইসিবি জানিয়েছে, ইউরোজোনের ২০টি দেশের অর্থনীতি বৈশ্বিক বাণিজ্য উত্তাপের বিরুদ্ধে কিছুটা সহনশীল হলেও, সামগ্রিক প্রবৃদ্ধির সম্ভাবনা এখন বেশ ক্ষীণ হয়ে পড়েছে।

বিশ্বের বড় বড় অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোরও একই সুর— শুল্কের এই চাপ শেষ পর্যন্ত বড় কোম্পানি থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্ব বাণিজ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোম পাওয়েলও এই বিষয়ে সতর্ক করেছেন।

সংবাদ সম্মেলনে ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে অচলাবস্থা, আর্থিক বাজারের চাপ আর ভূরাজনৈতিক অনিশ্চয়তা ব্যবসায়িক বিনিয়োগে মারাত্মক প্রভাব ফেলছে। সাধারণ মানুষ যখন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভোগে, তখন স্বাভাবিকভাবেই তারা খরচ কমিয়ে দেয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইউরোপে সুদের হার এখন ২.২৫ শতাংশে নেমে এসেছে। এটা ছিল প্রত্যাশিত এবং গত এক বছরে ইসিবির সপ্তমবারের মতো হার কমানোর পদক্ষেপ।

অন্যদিকে ইউরোপ যেখানে হার কমাল, সেখানে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ মার্চ মাসের বৈঠকে সুদহার অপরিবর্তিত রেখেছে। চেয়ার জেরোম পাওয়েল ইঙ্গিত দিয়েছেন, বাণিজ্যের অনিশ্চয়তা নিরসন না হওয়া পর্যন্ত হার পরিবর্তনের সম্ভাবনা কম।

শিকাগোতে এক বক্তৃতায় পাওয়েল বলেন, ট্রাম্প প্রশাসনের পদক্ষেপগুলো অর্থনৈতিক নীতিতে একেবারে মৌলিক পরিবর্তন এনেছে। শুল্কের কারণে মার্কিন অর্থনীতির ওপর কীভাবে চাপ তৈরি হচ্ছে বলে সতর্ক করেন তিনি।

ট্রাম্প অবশ্য পাওয়েলের ওপর সন্তুষ্ট নন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ফেড চেয়ার পাওয়েলকে তুলোধুনো করে লিখলেন, জেরোম পাওয়েল সব কিছুতেই দেরি করেন এবং ভুল করেন। তার সর্বশেষ রিপোর্ট ছিল আরেকটা সম্পূর্ণ ‘বিশৃঙ্খলা’। পাওয়েলকে বরখাস্ত করা উচিত, যত দ্রুত সম্ভব!

এর জবাবে ক্রিস্টিন লাগার্দ বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে বললেন, আমার সম্মানিত সহকর্মী এবং বন্ধু জে পাওয়েলের প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর সরকারের প্রভাব বা হস্তক্ষেপ থেকে স্বাধীন থাকা অপরিহার্য।

সূত্র: সিএনএন

বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, এপ্রিল ১৮,২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।