ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পীতজ্বর মোকাবিলায় কলম্বিয়ায় স্বাস্থ্য-অর্থনৈতিক জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
পীতজ্বর মোকাবিলায় কলম্বিয়ায় স্বাস্থ্য-অর্থনৈতিক জরুরি অবস্থা জারি

ইয়েলো ফিভার বা পীতজ্বরের প্রাদুর্ভাবের কারণে কলম্বিয়া সরকার দেশটিতে জাতীয় স্বাস্থ্য ও অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে।  

সরকার ইস্টার ছুটিতে ভ্রমণের সময় নাগরিকদের টিকা নেওয়া ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

কলম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী গিলেরমো জারামিলো জানান, এ বছর এখন পর্যন্ত ৭৪ জন আক্রান্তের মধ্যে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, এই রোগের মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ এবং ভাইরাসটি এখন গ্রামীণ অঞ্চল ছাড়িয়ে পড়ছে।

তিনি জানান, দেশটির টোলিমা অঞ্চলে পরিস্থিতি সবচেয়ে গুরুতর, যেখানে সেপ্টেম্বরে চারটি সংক্রমণের খবর পাওয়া গেলেও এপ্রিলের মাঝামাঝি সময়ে এই সংখ্যা ২২টিতে পৌঁছেছে। বিশেষ সতর্কতার অংশ হিসেবে বিদেশ যাতায়াতের সময় টিকা সনদ প্রদর্শন বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থার পাশাপাশি অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং নাগরিকদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।  

তিনি সতর্ক করে বলেন, যারা টিকা নেননি, তারা ইস্টারে উচ্চঝুঁকিপূর্ণ এলাকায়, বিশেষ করে কফি চাষের অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলুন।

পেত্রো জলবায়ু পরিবর্তনকেও ভাইরাসের বিস্তারের জন্য দায়ী করেন, কারণ এতে এডিস ইজিপ্টি মশা উঁচু এলাকায় ছড়িয়ে পড়ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) দক্ষিণ আমেরিকার জন্য ইয়েলো ফিভার সতর্কতা দ্বিতীয় স্তরে উন্নীত করেছে এবং বলিভিয়া, কলম্বিয়া ও পেরু ভ্রমণের আগে নাগরিকদের টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।