মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ব্যবস্থার ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে কঠোর সতর্কবার্তা জারি করেছেন আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক (এএফডিবি) প্রধান আকিনউমি আদেসিনা।
তিনি বলেছেন, পদক্ষেপগুলো এর মধ্যেই ক্রমবর্ধমান ঋণ, ধীর প্রবৃদ্ধি এবং বৈদেশিক সাহায্যের সংকোচন মোকাবেলা করতে থাকা আফ্রিকান দেশগুলোর অর্থনীতি অস্থিতিশীল করার আশঙ্কা ডেকে আনছে।
শুক্রবার (১১ এপ্রিল) আবুজায় ভাষণ দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে পরিচালিত বাণিজ্য পদক্ষেপের সমালোচনা করেন এএফডিবি সভাপতি। বিশেষ করে চীনা আমদানির ওপর ব্যাপক শুল্ক আরোপের বিষয়টি নিয়ে কথা বলেন। যদিও বিশ্বব্যাপী এখন ১০% শুল্ক প্রযোজ্য। কিন্তু আফ্রিকান দেশগুলো আরও বেশি শুল্কের সম্ভাবনার মুখোমুখি - যা একটি বৃহত্তর সুরক্ষাবাদী পরিবর্তনের অংশ হিসেবে দীর্ঘস্থায়ী বৈশ্বিক বাণিজ্যের নিয়মকে উল্টে দিয়েছে।
আদেসিনার মতে, ৪৭টি আফ্রিকান দেশ সরাসরি ঝুঁকিতে রয়েছে। নাইজেরিয়ার জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, আমদানিকৃত পণ্যের দাম বৃদ্ধি এবং মার্কিন ডলারের বিপরীতে মুদ্রার অবমূল্যায়ন বৃদ্ধি পাবে। তিনি আরও সতর্ক করে দেন, এই পরিস্থিতিতে বিদেশি ঋণের বোঝা বড় হবে: সরকারি রাজস্বের উপর ঋণ পরিশোধের খরচ বৃদ্ধি পাবে, রাজস্ব আহরণও হ্রাস পাবে।
আফ্রিকার বেশ কয়েকটি দেশে এর মধ্যেই প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ, লেসোথোতে পোশাক রপ্তানির উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎকে বিপন্ন করে তুলেছে। ওই শিল্প দেশটিতে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করে এবং সেখানকার জাতীয় অর্থনীতির একটি বড় অংশ। শ্রমিকরা ব্যাপক ছাঁটাই এবং কারখানা বন্ধের আশঙ্কা করছেন। অনেকেই বলেন, তাদের জীবিকার বিকল্প কোনো উপায় নেই।
দক্ষিণ আফ্রিকায়, সাইট্রাস ফল রপ্তানির ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ কৃষকদের আতঙ্কিত করে তুলেছে। তারা সতর্ক করেন, মার্কিন বাজারে প্রবেশাধিকার কমানো হলে গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের কেন্দ্রবিন্দু এই খাত দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়তে পারে। এর মধ্যে, আইভরি কোস্ট তার রপ্তানির ওপর ২১ শতাংশ শুল্ক আরোপের প্রতিশোধ হিসেবে কোকোর দাম বাড়ানোর হুমকি দিয়েছে। এমন পরিস্থিতি আফ্রিকান অর্থনীতি এবং ওয়াশিংটনের মধ্যে বিশাল উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।
প্রতিক্রিয়ায়, কিছু আফ্রিকান নেতা আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়ার মতো আঞ্চলিক প্রক্রিয়ার মাধ্যমে বাণিজ্য বৈচিত্র্য আনার জন্য দ্রুত প্রচেষ্টার আহ্বান জানান। তারা আশা করছেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় বাজারের ওপর নির্ভরতা কমবে।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এমএম