ঢাকা, শনিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৫ এপ্রিল ২০২৫, ০৬ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন পণ্যে শুল্ক নেবে না ভিয়েতনাম, কম্বোডিয়ায় কমে ৫%

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
মার্কিন পণ্যে শুল্ক নেবে না ভিয়েতনাম, কম্বোডিয়ায় কমে ৫%

যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর থেকে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে কম্বোডিয়া।  

শুক্রবার (৪ এপ্রিল) দেশটি জানিয়েছে, এ মুহূর্তে মার্কিন পণ্যের ওপর যে পরিমাণ শুল্ক আছে সেটি কমিয়ে আনা হবে।

 

কম্বোডিয়ার বাণিজ্য মন্ত্রী চাম নিমুল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের কাছে লেখা চিঠিতে বলেছেন, মার্কিনিদের ১৯টি পণ্য ক্যাটাগরিতে সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্ক থেকে কমিয়ে এটি ৫ শতাংশে আনার ব্যাপারে চিন্তাভাবনা করছেন তারা।

এর আগে কম্বোডিয়ার পণ্যে ৪৯ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প।  

অপরদিকে ভিয়েতনামও একই প্রস্তাব দিয়েছে।

ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর আরোপিত আমদানি শুল্ক শূন্যে নামিয়ে আনার বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক তো লাম।  

শুক্রবার এক টেলিফোন আলাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি এই কথা বলেন। বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনার সময়, দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সহজতর করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।  

সাধারণ সম্পাদক তো লাম জানান, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক কমিয়ে শূন্য শতাংশে নামিয়ে আনার বিষয়ে আলোচনার জন্য ভিয়েতনাম প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি অনুরোধ করেন, যুক্তরাষ্ট্র যেন ভিয়েতনামি রপ্তানি পণ্যের ওপরও একইভাবে শুল্ক হ্রাস করে।

তিনি আরও বলেন, ভিয়েতনাম যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে আগ্রহী এবং মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ভিয়েতনামে আরও বিনিয়োগ করতে উৎসাহিত করবে ও তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে প্রস্তুত।

বাংলাদেশের মতো ভিয়েতনাম ও কম্বোডিয়া দুটি দেশই যুক্তরাষ্ট্রে বিপুল তৈরি পোশাক রপ্তানি করে। ট্রাম্প শুল্ক বাড়ানোর ঘোষণায় এ দুটি দেশের পোশাক শিল্প হুমকির মুখে পড়েছে। এরমধ্যেই তারা শুল্ক কমানোর কথা জানিয়েছে।

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।