ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বেনজির ভুট্টোকে হত্যা করেছে টিটিপি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, অক্টোবর ২৬, ২০১০
বেনজির ভুট্টোকে হত্যা করেছে টিটিপি

ইসলামাবাদ: তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামের একটি সংগঠন বেনজির ভুট্টোকে হত্যা করেছে। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবর আইএএনএস’র।

তদন্ত সংস্থা তাদের এ প্রতিবেদন আগামী ৩০ অক্টোবর সন্ত্রাস-বিরোধী আদালতে পেশ করবে বলে মঙ্গলবার দ্য ডন পত্রিকা জানায়।

তদন্ত প্রতিবেদনে বেনজির ভুট্টোকে হত্যার জন্য টিটিপি প্রধান বাইতুল্লাহ মেহসুদকে দায়ী করা হয়।

প্রসঙ্গত, বেনজির ভুট্টো ২০০৭ সালের ২৭ ডিসেম্বর এক নির্বাচনী র‌্যালিতে অংশ নেওয়ার সময় রাওয়ালপিন্ডিতে গুলি ও বোমা বিস্ফোরণে নিহত হন। সিসিটিভির এক ফুটেজে দেখা গেছে, বোমা বিস্ফোরণের আগে এক কিশোর বেনজির ভুট্টোর মাথা বরাবর গুলি ছুড়ছে। এ আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৪ ব্যক্তি নিহত হয়।

এ ঘটনার পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বেনজির ভুট্টো হত্যার জন্য তালেবানকে দায়ী করেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।